নির্বাচনে কালো টাকা ধরতে মাঠে নেমেছে দুদক: ইকবাল মাহমুদ
স্টাফ রিপোর্টারঃ জাতীয় নির্বাচনকে সামনে রেখে কালো টাকা ব্যবহার হোক, আমরা কেউই চাই না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
তিনি বলেছেন, নির্বাচনে কালো টাকার ব্যবহার ঠেকাতে পদক্ষেপ নিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতোমধ্যেই কমিশনটির ইন্টেলিজেন্সি টিম বিশেষ নির্দেশনা নিয়ে মাঠে নেমেছে।
আজ ৬ ডিসেম্বর দুদকের প্রধান কার্যালয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
দুদক সরকারের কাছে বেশ কিছু সুপারিশ পাঠিয়েছে জানিয়ে দুদক চেয়ারম্যান আরও বলেন, ফ্ল্যাট এবং প্লটেও কালো টাকা চলে যাচ্ছে। এ বিষয়টি দুদক অবহিত। কালো টাকা যদি বিনিয়োগ হতো, তাহলে দেশের কর্মসংস্থানে ভূমিকা রাখতে পারতো।
তিনি বলেন, মাথায় পচন ধরলে শরীর বাঁচানো কঠিন বা যা বৃথা চেষ্টা। তাই রাজনৈতিক স্পষ্টতা, জবাবদিহিতা, কমিটমেন্ট, দূরদর্শিতা ও সততা না থাকলে দেশ থেকে দুর্নীতি দূর করা কঠিন।