নৌকার মনোনয়ন পাওয়ায় শিবলী সাদিককে নেতা-কর্মীদের শুভেচ্ছা
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 6th December 2018at 9:41 pm
FILED AS: জেলা সংবাদ
92 Views
মোঃ সামিউল আলম (দিনাজপুর): আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে আওয়ামীলীগ থেকে পুনরায় মনোনয়ন পেয়ে এমপি শিবলী সাদিকের নিজ এলাকায় আগমন উপলক্ষে চার উপজেলার নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরন করে নিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
গত রোববার তিনি ঢাকায় আওয়ামীলীগের বঙ্গবন্ধু এভিনিউয়ের কার্যালয় থেকে মনোনয়ন পেয়ে আজ সোমবার সকালে ঢাকা থেকে তার নির্বাচনী এলাকা দিনাজপুর-৬ আসনে (নবাবগঞ্জ, হাকিমপুর, বিরামপুর, ঘোড়াঘাট উপজেলা) ফিরে আসেন এবং দিনব্যাপী স্থানীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাত করেন। তার আগমনকে ঘিরে এলাকায় ব্যাপক গণ জোয়ারের সৃষ্টি হয়। এসময় তিনি নেতাকর্মী ও সমর্থকদেরকে এলাকার উন্নয়নে আবারো নৌকা মার্কার বিজয় নিশ্চিত করার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।