প্রার্থী ঘোষণা স্থগিত করল ঐক্যফ্রন্ট
স্টাফ রিপোর্টারঃ আসন্ন একাদশ সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ৩০০ আসনে প্রার্থী ঘোষণা স্থগিত করা হয়েছে। শুক্রবার দুপুরে প্রার্থী ঘোষণার কথা ছিল।
জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কোঅর্ডিনেটর লতিফুল বারি হামিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার বিকেলে প্রার্থী ঘোষণার কার্যক্রমটি আপাতত স্থগিত করা হয়েছে। প্রার্থীর নাম ঘোষণার তারিখ পরবর্তীতে সাংবাদিকদের জানিয়ে দেয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা বলেন, জোটের সর্ববৃহৎ শরিক দল বিএনপি এখনো প্রার্থী তালিকা চূড়ান্ত করেনি, এ কারণেই ঘোষণা পেছানো হলো।
এর আগে শুক্রবার বিকেলে ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জোটের প্রার্থী ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়েছিল।
প্রসঙ্গত, বিএনপিসহ ২০ দলীয় জোট এবার জাতীয় ঐক্যফ্রন্টের জোটভুক্ত হয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করবে। এ জোটের বাকি শরিক দলগুলো হচ্ছে গণফোরাম, জেএসডি, নাগরিক ঐক্য ও কৃষক শ্রমিক জনতা লীগ।