সব

চাঁপাইনবাবগঞ্জে ক্রিকেট টুর্ণামেন্ট খেলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 22nd December 2018at 1:35 pm
FILED AS: খেলা
114 Views

ফারহাদ রাজ ফাহিম রাজশাহীঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চরমোহনপুর ১২ নং ওয়ার্ড যুবসংঘ কর্তৃক আয়োজিত ল্যাবওয়ান মেডিকেল সার্ভিসেস্ বিজয় দিবস ক্রিকেট টুর্ণামেন্ট ২০১৮ এর চুরান্ত পর্বের খেলা শেষে এক জমকালো পুরষ্কার বিতরণী অনুষ্ঠান এর আনুষ্ঠানিক আয়োজন করা হয়।

আজ ২১ শে ডিসেম্বর শুক্রবার চরমোহনপুর নতুন মোড় প্রাইমারী স্কুল মাঠ সংলগ্নে এ পুরষ্কার বিতরণ অনুষ্ঠানটি সফল সুন্দর ও সুষ্ঠ ভাবে বাস্তবায়ণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জনাব ডাঃ মোঃ গোলাম রাব্বানী, এম.বি.বি.এস, সি.সি.ডি (বারডেম), এম.ডি(মেডিসিন) সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মেডিসিন বিভাগ, বারিন্দ মেডিকেল কলেজ, রাজশাহী ও সাধারণ সম্পাদক বি.এম.এ।

বিশেষ অতিথি ছিলেন জনাব ডাঃ নাহিদ ইসলাম মুন, মেডিকেল অফিসার, রামেক হাসপাতাল ও মাইনুল ইসলাম (ডলার) ব্যাবস্থাপনা পরিচালক ল্যাবওয়ান মেডিকেল সার্ভিসেস। উপস্থিত ছিলেন জনাব রেজাউল করিম, সাধারণ সম্পাদক ১২নং ওয়ার্ড আওয়ামীলীগ।

এছারাও জনাব কবিরুল ইসলাম, জনাব সাইদুর রহমান, ও বাচ্চু মিয়া বিশিষ্ট ব্যাবসায়ীবৃন্দ অএ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানের সভাপতি ছিলেন জনাব, রাসেল মাহমুদ, সভাপতি ১২ নং ওয়ার্ড যুবসংঘ।

ল্যাবওয়ান মেডিকেল সার্ভিসেস এর কর্তৃপহ্মের মধ্যে জনাব ওহিদ, ব্যাবস্থাপক ল্যাবওয়ান মেডিকেল সার্ভিসেস ও মাইনুল ইসলাম ডলার, ব্যাবস্থাপনা পরিচালক, ল্যাবওয়ান মেডিকেল সার্ভিসেস। উভয়ে এক  প্রশ্নের জবাবে বলেন এ মাসে এমন আয়োজন বিজয়ের  চেতনার আনন্দকে স্বরণীয় করে রাখতে ও সমাজের যুবসমাজ কে মাদক ও জংঙ্গী কার্যক্রমের সম্প্রৃক্তিততা থেকে মুক্ত রাখার জন্যে। ১২ নং ওয়ার্ড যুবসংঘ ও ল্যাবওয়ান মেডিক্যাল সার্ভিসেস এ উদ্দোগ গ্রহণ করেন।,

অন্যদিকে মেডিকেল সেবার মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জবাসির সুস্বাস্থ নিশ্চিত করণার্থে যে সমস্ত সেবাগুলো ল্যাবওয়ান মেডিক্যাল সার্ভিসেস সুদীর্ঘ সময়কাল ধরে করে আসছে তার তথ্য সমাজের গণমানুষের নিকট পৌছে দেওয়া ও সেই সাথে খেলাধুলা কে যেভাবে ১২ নং ওয়ার্ড যুবসংঘ সংশ্লিষ্ট সকল সদস্যরা মিলে প্রাতিষ্ঠানিক রুপ দিয়েছেন।

একইভাবে যখন অন্যান্ন প্রতিষ্ঠানগুলো ল্যাবওয়ান এর মত খেলা প্রেমীদের পাশে দাড়াবে ঠিক তখনি যুবসমাজ ধ্বংশের পথ থেকে বিরত থাকার রাস্তা পেয়ে যাবে। তাই ল্যাবওয়ান সম্পূর্ণ ব্যায়ভার বহন করে  এমন একটি ক্রিকেট টুর্ণামেন্ট এর যৌথ উদ্দোগ ও বাস্তবায়নের মৌলিক অংশে ভূমিকা পালনে অন্নতম। এটি একটি মহোৎ ও সৎ উদ্দেশ্যও বটে। বল্লেন জনাব মাইনুল ইসলাম ডলার।

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন পিটিআই বিশ্বরোড সংলগ্নে অবস্থিত ল্যাবওয়ান মেডিকেল সার্ভিসেস ও একই থানাধীন ১২ নং চরমোহনপুর ওয়ার্ড যুবসংঘ এ দুটি প্রতিষ্ঠান বিজয়ের মাস কে স্বরণীয় করে রাখতে গত ৩০ শে নভেম্বর অএ টুর্ণামেন্টের শুভ সূচনা করেন। এতে অংশ নেয় সর্বমোট ১২ টি দল।

দুই ভাগে বিভক্ত করে পর্যায়ক্রমে ১২ টি দল এর খেলার সব আনুষ্ঠানিকতার সমাপ্তি হয় পুরষ্কার বিতরণ পর্বের মধ্যদিয়ে। ২১শে ডিসেম্বর শুক্রবার অএ টুর্ণামেন্ট এর বিজয়ী দলের হাতে অতিথীরা তুলে দেন একুশ ইঞ্চি কালার এলইডি নতুন টেলিভিশন অপর দিকে রানার্সআপ দলের হাতে তুলে দেন বিশাল ট্রফি।


সর্বশেষ খবর