সব

আ.লীগ ঘরে ঘরে চাকরির বদলে মামলা দিয়েছে: ফখরুল

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 23rd December 2018at 1:42 pm
93 Views

 

ঠাকুরগাঁও করেসপন্ডেন্টঃ জাতির অস্তিত্বের স্বার্থে ধানের শীষকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে চাকরি দেয়ার কথা বলেছিল। কিন্তু তারা ঘরে ঘরে চাকরির বদলে মামলা দিয়েছে।’

রবিবার (২৩ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় এসে একথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জনগণের বিজয় না হলে জাতীয় হিসেবে অস্তিত্ব টিকে থাকবে না। জাতির অস্তিত্বের স্বার্থে ধানের শীষকে বিজয়ী করতে হবে। ভোটের মাধ্যমে নয়, আওয়ামী লীগ জোর করে ক্ষমতা নিতে চায়।’

বিএনপি মহাসচিব বলেন, ‘তবে এবার ফাঁকা মাঠে তাদেরকে ছেড়ে দেয়া হবে না।’ প্রশাসন ও পুলিশকে সরকারের অন্যায় আদেশ পালন না করার আহ্বানও জানান তিনি।


সর্বশেষ খবর