সব

নির্বাচনে সহিংসতার বিষয়ে সবাই উদ্বিগ্ন: সুজন সভাপতি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 24th December 2018at 12:10 am
81 Views

 

আমারবাংলা ডেস্কঃ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সুশাসনের জন্য নাগরিক-সুজন সভাপতি এম. হাফিজ উদ্দিন খান বলেছেন, নির্বাচনে সহিংসতার বিষয়ে সবাই উদ্বিগ্ন। আমরা চাই, নির্বাচন কমিশন আরও অ্যাক্টটিভ হোক। এজন্য নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও সরকারের সদিচ্ছা থাকা প্রয়োজন। আমরা আশা করি, সেনাবাহিনী মোতায়েন হলে কিছু পরিবর্তন হতে পারে। নির্বাচনী মাঠ সমান হয়ে যাবে।

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ‘জাতীয় সংসদ নির্বাচন ২০১৮’ উপলক্ষে ‘কোন দলের কেমন ইশতেহার?’ শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক-সুজন।

এম. হাফিজ উদ্দিন খান বলেন, আওয়ামী লীগ যে নির্বাচনী ইশতেহার দিয়েছে, তাতে বিচার বিভাগের স্বাধীনতা ও সুশাসন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। কিন্তু তারা গত ১০ বছরে তা করেননি কেন? এমন তো না যে দেশ শাসনে তাদের বাধা ছিল। এমন প্রশ্ন মানুষের মনে আসে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে এটা ইতিবাচক। তবে সব দল অংশগ্রহণ করলেই নির্বাচন সুষ্ঠু হয় না। মানুষ যদি নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন তবেই সেটাকে সুষ্ঠু নির্বাচন বলা যাবে। আজকে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার ওপর আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া দরকার।


সর্বশেষ খবর