আটকের ৩ ঘণ্টা পর মুক্তি পেল সিলেট মহানগর বিএনপি’র সভাপতি
জেলা প্রতিনিধিঃ সিলেট মহানগর বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় সদস্য নাসিম হোসেইন আটকের প্রায় তিন ঘণ্টা পর পুলিশের কাছ থেকে ছাড়া পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক।
নাসিম হোসেইনের পারিবারিক সুত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ১২টার দিকে তাকে তার তাঁতীপাড়াস্থ বাসা থেকে তাকে আটক করে সিলেট কোতোয়ালী থানা পুলিশ। আটকের প্রায় তিন ঘণ্টা পর রাত পৌনে তিনটার দিকে তাকে ছেড়ে দেয় পুলিশ।
এদিকে আটকের পরপর সিলেট কোতোয়ালী থানায় যোগাযোগ করা হলে ওসি মো. সেলিম মিয়া জানিয়েছিলেন, কোতোয়ালী থানা পুলিশ তাকে আটকই করেনি।
নাসিম হোসেইনকে ছেড়ে দেওয়া বিষয়ে রবিবার সকালে কোতয়ালী থানায় যোগাযোগ করা হলে ওসি জানান, নাসিম হোসাইন হাইর্কোটের জামিনে আছেন। কাগজপত্র চেক করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।