সব

কাবুলে গুলি ও আত্মঘাতী হামলায় নিহত ৪৩

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 25th December 2018at 11:26 am
72 Views

স্টাফ রিপোর্টারঃ আফগানিস্তানে সরকারি ভবনে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হামলাকারীদের গোলাগুলি ও আত্মঘাতী হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের বেশির ভাগই সরকারি কর্মচারী। আহত হয়েছেন ২০ জনেরও বেশি। গতকাল সোমবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে।

কাবুলে সোমবার রাতের ওই হামলায় আরও ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেছেন, নিহতদের একজন পুলিশ কর্মকর্তা ও তিনজন হামলাকারীও নিহত হয়েছেন।

খবরে বলা হয়েছে, গণপূর্ত মন্ত্রণালয়ের বাইরে একটি আত্মঘাতী হামলার পর সোমবার বিকেলের দিকে ওই হামলা শুরু করে বন্দুকধারীরা। এরপর বন্দুকধারীরা প্রতিবন্ধী ব্যক্তি ও শহিদ পরিবার বিষয়ক জাতীয় কর্তৃপক্ষের ভবনে ঢুকে পড়ে এবং বেসামরিক ব্যক্তিদের জিম্মি করে।

ওই হামলার পর আফগান নিরাপত্তা বাহিনী ভবনের ভেতর থাকা ৩৫০ জনের বেশি ব্যক্তি উদ্ধারে প্রতিটি ফ্লোরে অভিযান চালায়। একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, তবে জিম্মিদের সংখ্যার কথা বিবেচনা করে অনেকটা রয়ে সয়ে অভিযান চালাতে হয়েছে তাদের।

পাশেই আরেকটি সরকারি ভবন কাজ করেন এমন একজন কর্মকর্তা বলেন, বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনার পর তারা তাদের অফিসের দরজা বন্ধ করে দেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, উভয়পক্ষের মধ্যে গোলাগুলির সময় গণপূর্ত ভবনের দ্বিতীয় তলায় আগুন ধরে যায়।

এদিকে এখনও কোনও গ্রুপ ওই হামলার দায় স্বীকার করেনি।

উল্লেখ্য, কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান থেকে মার্কিন সেনা কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। তার ঘোষণা অনুযায়ী সেখানে থাকা ১৪ হাজার সেনা থেকে সাত হাজার সেনাকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হবে।


সর্বশেষ খবর