সব

ঝিনাইদহে শত ভাগ সাফল্যে কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 26th December 2018at 9:28 pm
91 Views

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ

প্রাথমিক শিক্ষা সমাপণী (পিএসসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ঝিনাইদহের কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ শত ভাগ সাফল্য এনেছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে। প্র

তিষ্ঠানের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস জানান, কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ থেকে এ বছর পিএসসিতে ১’শ ৬১ জন এবং জেএসসিতে ৩’শ ২১ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। ফলাফলে শতভাগ কৃতকার্য হয়েছে। এদের মধ্যে পিএসসিতে জিপিএ ৫ পেয়েছে ৮৮ জন, জেএসসিতে জিপিএ ৫ পেয়েছে ৬৯ জন। প্র

ধান শিক্ষক বলেন, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. আজিজুর রহমানের দিক নির্দেশনায় প্রতি বছর শিক্ষার্থীদের ভালো ফলাফল করার প্রয়াস চালিয়ে আসছি। তবে এ জন্য সকলের সহযোগীতার প্রয়োজন রয়েছে।

আগামীতে আরও ভালো ফলাফল করার চেষ্টা অব্যহত থাকবে। উল্লেখ্য, ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটিতে বর্তমানে ২৭’শ শিক্ষার্থী ও ৫২ জন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন।

 


সর্বশেষ খবর