সব

হরিনাকুন্ডুতে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ২ জন গ্রেফতার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 5th January 2019at 10:35 pm
104 Views

স্টাফ রিপোর্টারঃ অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী’র সফল অভিযানে ঝিনাইদহের হরিনাকুন্ডুতে টিভি চুরির অপবাদে গাছে বেধে উল্টো করে ঝুলিয়ে এক যুবককে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত শাহীনুর রহমান তুহিনসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী জানান, হরিণাকুন্ডু উপজেলার শ্রীপুর গ্রামে টিভি চুরির অপবাদ দিয়ে যুবক রানাকে নির্যাতনের ঘটনায় তার পিতা ওমর আলী বাদি হয়ে হরিণাকুন্ডু থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর শাহীনুর রহমান তুহিন ও কাজী বাবলুকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের শ্রীপুর গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী অফিস থেকে টিভি চুরির অপবাদে রানা নামের এক যুবককে গাছে উল্টো করে ঝুলিয়ে অমানবিক নির্যাতনের ঘটনা ঘটে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের ভিডিওটি ছড়িয়ে পড়ে।


সর্বশেষ খবর