সুবর্ণচরে গণধর্ষণের মামলায় ছালাউদ্দিন নামে আরেক আসামিকে গ্রেফতার
ডেস্ক রিপোর্টঃ ভোটের রাতে নোয়াখালীর সুবর্ণচরে স্বামী-সন্তানদের বেঁধে নারীকে মারধর ও গণধর্ষণের মামলায় ছালাউদ্দিন নামে আরেক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ফেনির সুলতানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এ ঘটনায় মোট আটজনকে গ্রেফতার করা হলো।
নোয়াখালীর পুলিশ সুপার মো. ইলিয়াস শরিফ এ খবর নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ছালাউদ্দিন মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি। জিজ্ঞাসাবাদ চলছে।