সব

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিপুল সংখ্যক ফেন্সিডিলসহ শিবগঞ্জের দুই যুবক আটক

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 7th January 2019at 7:37 am
89 Views
ফারহাদ রাজ ফাহিম★রাজশাহীঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় ৩৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে নাচোল থানা পুলিশ। দুজনই শিকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে যে, তারা শিবগঞ্জ হতে এই নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলগুলো নাচোলে পৌছে দিতে কাজ করে অর্থের বিনীময়ে।
আটককৃতরা- শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে সৈবুর রহমান (২৫) ও একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোবারক আলী (২৪)।
নাচোল থানার ওসি চৌধুরী জুবায়ের আহমেদ সাংবাদিকদের জানান, ৬ই জানুয়ারী ২০১৯ইং রোজ রবিবার বিকেলে নাচোল এলাকায় এএসআই শামসুল হকের নেতৃত্বে একদল পুলিশ সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ৩৫০ বোতল ফেন্সিডিলসহ সৈবুর ও মোবারককে হাতেনাতে আটক করে।
এব্যাপারে নাচোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি। মামলার রায়ের ভিওিতে আসামিদের যথোপযুক্তভাবে সজার আওতায় আনার কর্যক্রম প্রক্রিয়াধিন।

সর্বশেষ খবর