সাকিবের চমক টি-টোয়েন্টিতেও বিশ্বসেরা অলরাউন্ডার
ডেস্ক রিপোর্টঃ ওয়ানডেতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান টি-টোয়েন্টিতেও হয়ে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিব আল হাসান বল ও ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছেন। আর সেটার পুরস্কার স্বরূপ তিনি উঠে আসছেন টি-টোয়েন্টি বিশ্বসেরা অলরাউন্ডারের তালিকায় সবার উপরে।
একটি সূত্র থেকে জানা যায় ৩৪৯ রেটিং পয়েন্ট নিয়ে অপ্রকাশিত টি-টোয়েন্টি র্যাংকিংয়ের অলরাউন্ডারের তালিকায় শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান।
৩৩০ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন শহিদ আফ্রিদি। বিশ্বকাপে সুবিধা করতে না পারা শেন ওয়াটসন প্রথম স্থান থেকে ৩০৫ রেটিং পয়েন্ট নিয়ে নেমে গেছেন তৃতীয় স্থানে।
মোহাম্মদ হাফিজ ৩০৩ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ, ২৮৯ রেটিং পয়েন্ট নিয়ে অ্যাঞ্জেলো ম্যাথুস রয়েছেন পঞ্চম স্থানে।
সেরা দশের মধ্যে আরো রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েলস, দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি ও ভারতের যুবরাজ সিং।