সব

আসন্ন নির্বাচন কবে হবে তা সরকার ও রাজনৈতিক দল

AUTHOR: Mojammel
POSTED: Tuesday 14th January 2025at 7:25 pm
6 Views

প্রাইমনিউজ ডেস্ক :  বাংলাদেশে আসন্ন নির্বাচন কবে হবে তা সরকার ও রাজনৈতিক দল নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। এর আগে বাংলাদেশ সফরে আসা জাতিসংঘের একটি বিশেষজ্ঞ প্রতিনিধিদলকে নিয়ে পররাষ্ট্রসচিব এম জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন গোয়েন লুইস।

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে কারিগরি সহযোগিতা দিতে আগ্রহী জাতিসংঘ। আজ (মঙ্গলবার) আমরা নির্বাচন কমিশনের সঙ্গেও বৈঠক করেছি। কমিশনের চাহিদা অনুযায়ী আমরা সহযোগিতা দেব। এ লক্ষ্যে আমাদের প্রয়োজনীয়তা সমীক্ষা প্রতিনিধিদল কাজ করবে।
গোয়েন লুইস জানান, নির্বাচনে সহায়তার জন্য প্রয়োজনীয়তা সমীক্ষা প্রতিনিধিদল বুধবার চট্টগ্রাম যাবে। সেখানে বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করবে।


সর্বশেষ খবর