মানিকগঞ্জ জেলা বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক : ১৩ ই জানুয়ারী সোমবার বিকালে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার জিওনপুর ও চরকাটারি ইউনিয়নে মানিকগঞ্জ জেলা বিএনপি নির্বাচিত সাধারন সম্পাদক এস এ জিন্নাহ কবীরের নেতৃত্বে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় এলাকার সর্বসাধারণের উপস্থিতিতে তারেক রহমানের রাষ্ট্র গঠন ও মেরামতের কর্ম পরিকল্পনা তুলে ধরা হয়। জেলা বিএনপি, উপজেলা বিএনপি এবং ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিল।
এ সময় নেতাকর্মীদের জিন্নাহ বলেন, ১৭ বছর আন্দোলনের ধারাবাহিকতায় গত বছরের ১৩ জুলাই রাষ্ট্র মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেওয়া ৩১ দফার লিফলেট জনমানুষের কাছে পৌঁছে দিচ্ছি। যাতে সবাই এ সকল দফা সম্পর্কে জানতে পারেন। আর অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে এদেশের উন্নয়ন ব্যাহত হবে। তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান ।
তিনি আরও বলেন, দেশ নিয়ে সড়যন্ত্র চলছে তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে ও কাজ করতে হবে। বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার যে সংস্কার উদ্যোগ নিয়েছেন, তা তারেক রহমান আগে থেকেই এ বিষয়ে বলেছিলেন। আর এটা কাজে লাগালে বর্তমান সরকারের জন্য সহায়ক হবে।