সাবেক জেলাজজ ছিলাম; অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে সংসদ সদস্য হতে চাইঃ রোকেয়া বেগম
স্টাফ রিপোর্টারঃ অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে সংসদ সদস্য হতে চান, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ, কেন্দ্রীয় কমিটি আইন বিষয়ক সম্পাদক রোকেয়া বেগম। তিনি ঢাকা জেলা (ঢাকা মহানগর উওর) এলাকায় সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য পদপ্রাথী।
রোকেয়া বেগম বলেন, আমি গাজী গোলাম দস্তগীর (বীরপ্রতীক) এম.পি এর অধীনে ক্র্যাক প্ল্যাটুনের সাথে মুক্তিযুদ্ধে অংশ গ্রহন। ছোট বেলা থেকেই রাজনীতির সাথে জরিত ছিলাম। ঢাকা ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের যুগ্ন-সাধারন সম্পাদক তারপর বিচার বিভাগ সরকারী চাকুরীতে যোগদান, দীর্ঘ সময় জেলা-জজ হিসেবে দায়িত্ব পালন করি। এরই ধারাবাহিকতা ধরে রাখতে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছি।
তিনি আরও বলেন, রাজনৈতিক মতাদর্শের কারনে নির্যাতনের শিকার হই আমি। গাজীপুরে চাকুরিরত অবস্থায় উর্ধতন কর্মকর্তাদের যোগসাজশে নির্যাতিত হই । মাননীয় মুক্তিযোদ্ধা মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এম.পি ও সাবেক মেয়র এ্যাডঃ আজমত উল্লা খান আমার পাশে থেকে সহায়তা করেন। নারায়ণগঞ্জ তৈমুর আলম খন্দকার কর্তৃক নির্যাতিত হই। মাননীয় এমপি মির্জা আজম কে নৈতিকভাবে আইনি সহায়তা দেওয়ায় উর্ধতন কর্মকর্তা কর্তৃক নির্যাতিত হই।
রোকেয়া বেগম আরও বলেন, আমি বিচার বিভাগের উচ্চপদে চাকুরি করেছি।বিচার বিভাগ থেকে কোন পুরুষ বা মহিলা রাজনীতির আসেননি। বুঝ-জ্ঞেন হওয়ার পর থেকে ছোট বেলার স্বপ্ন পূরণ লক্ষে বঙ্গবন্ধু আদর্শ বুকে ধারন করে রাজনীতির সাথে যুক্ত হওয়া। দেশরত্ন চারবারের সফল প্রথানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, যাবে, উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। সেই লক্ষে কাজ করে যাচ্ছি ।