সব

দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকবে: শেখ হাসিনা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 13th January 2019at 11:20 pm
111 Views

স্টাফ রিপোর্টারঃ সন্ত্রাস, দুর্নীতি ও মাদক নির্মূলে যুদ্ধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, “দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং এর অর্জনসমূহ সমুন্নত রাখার জন্য সরকার তাঁর দুর্নীতি বিরোধী লড়াই অব্যাহত রাখবে।”

প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হওয়ার পর আজ (১৩ জানুয়ারি) রোববার পিএমও অফিসে তাঁর প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, “যদিও কোন দেশের পক্ষেই শতভাগ দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়, তবে আমাদের সরকারের একটা দায়িত্ব হলো এই দুর্নীতি প্রতিরোধ করা যাতে এটি দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে না পারে এবং আমাদের সকল সাফল্য ম্লান করে না দেয়।”

শেখ হাসিনা বলেন, “সন্ত্রাসবাদ, দুর্নীতি ও মাদক নির্মূলের ক্ষেত্রে আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে।”

প্রধানমন্ত্রী বলেন, “টেন্ডার ছিনতাইয়ের ঘটনা দেশে বারবার ঘটেছে। কিন্তু আমরা দেশকে এই অবস্থা থেকে মুক্ত করতে পেরেছি। প্রযুক্তির বদৌলতে এই সাফল্য এসেছে এবং এটা ডিজিটাল বাংলাদেশের একটা ভাল ফল।”


সর্বশেষ খবর