ঝিনাইদহে ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত, প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ শহরের বাইপাস এলাকায় ট্রাক চাপায় ইমরান হোসেন (১৩) নামের ৬ষ্ট শ্রেণীর এক স্কুল ছাত্র নিহত হয়েছে।ঘটনার প্রতিবাদে ঝিনাইদহ-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
রোববার (১৩ জানুয়ারি) সকালে শহরের আলহেরা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার শিকারপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে ইমরান বাই সাইকেল যোগে বাড়ি থেকে আলহেরা ইসলামী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ে আসছিল। পথে বাইপাস মোড়ে পৌঁছালে ঝিনাইদহ থেকে যশোর গামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় পৌনে এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে চালক গ্রেফতারে পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।
এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছে। ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান বলেন, ট্রাকটি ইতিমধ্যে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা নেওয়া হবে এবং ঘাতককে অচিরেই গ্রেফতার করা হবে। পরিস্থিতি স্বাভাবিক আছে।