সব

শেরপুরের নালিতাবাড়ীতে ধানক্ষেত থেকে কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 14th January 2019at 10:51 pm
101 Views

ফারুক হোসেন (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ধানক্ষেত থেকে গলাকাটা অবস্থায় সোহাগ মিয়া নামে সতের বছর বয়সী ট্রলির হেলপার এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ (১৪ জানুয়ারি) সোমবার দুপুরে উপজেলার উত্তর সন্নাসীভিটা গ্রামের একটি বড় ধানের মাঠ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের ইউসুফ আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল রবিবার সন্ধ্যা ছয়টার দিকে সোহাগ কোন এক বন্ধুর ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়। পরে সন্নাসীভিটা বাজারে জনৈক ফরহাদের চায়ের দোকানে চা পান অবস্থায় আরও একটি ফোন আসে। এর কিছুক্ষণ পর সোহাগ সেখান থেকে চলে গেলে রাতে আর বাড়ি ফিরেনি।
এদিকে রাতভর মোবাইল ফোনে কল দিলেও সোহাগের ফোনটি বন্ধ ছিল। খোঁজাখুঁজির একপর্যায়ে আজ বেলা সাড়ে দশটার দিকে বাড়ির পূর্বপাশের একটি বড় ধানের মাঠের মাঝে গলাকাটা অবস্থায় সোহাগের মরদেহ দেখে এলাকাবাসী।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সোহাগের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠিয়েছে।

পুলিশের নালিতাবাড়ী সার্কেল জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের সণাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।


সর্বশেষ খবর