সব

রোহিঙ্গা ইস্যু এখন বাংলাদেশের নয় আন্তর্জাতিক সমস্যা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 15th January 2019at 8:08 pm
111 Views

 

স্টাফ রিপোর্টারঃ রোহিঙ্গারা এখন আর বাংলাদেশের সমস্যা নয়, এটা একটা আন্তর্জাতিক সমস্যা। এ সমস্যা সমাধানে আন্তর্জাতিক হস্তক্ষেপের প্রয়োজন। আর সকলে মিলেই এ সমস্যার সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

মঙ্গলবার নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন সিলেট হযরত শাহজালাল (রা.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

তিনি বলেন, আমরা কারো সঙ্গে শত্রুতা নয়, বরং সকলের সঙ্গে বন্ধুত্বসুলভ সম্পর্ক রেখেই চলতে চাই।

পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েই ভারত সফর প্রসঙ্গে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করার পর ভারত সরকারই প্রথম আমাদের অভিনন্দন জানিয়েছে। তাছাড়া আমি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীও সেখানে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। এটি একটি সৌজন্য সাক্ষাৎ। আমরা বিভিন্ন ইস্যু নিয়ে ভারত সরকারের সঙ্গে আলাপ আলোচনা করবো।


সর্বশেষ খবর