ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
স্টাফ রিপোর্টারঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ট্রাফিক আইন মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘সর্বক্ষেত্রে আপনারা ট্রাফিক আইন মেনে চলুন।’ আজ মঙ্গলবার রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে ‘ট্রাফিক শৃংখলা পক্ষ-২০১৯’ উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। ‘ট্রাফিক শৃঙ্খলা পক্ষ’ আজ থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে।
সবাই ট্রাফিক শৃংখলা মেনে চললে আবশ্যই যানজট হ্রাস পাবে এ কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কাংঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে এবং যানজট মুক্ত নগরী গড়তে পুলিশের ট্রাফিক বিভাগ নিরলসভাবে কাজ করছে।
তিনি বলেন, ‘আমাদের বিভিন্ন উদ্যোগের ফলে এখন মোটরসাইকেল চালক ও আরোহী উভয়ই হেলমেট ব্যবহার করছে। যা আগে হত না। এটা আমাদের একটি সাফল্য।’
ডিএমপি কমিশনার বলেন, আজ থেকে ১৫ দিন পালন করা হবে ‘ট্রাফিক শৃংখলা পক্ষ-২০১৯’। গত বছর ঢাকা মেট্রোপলিটন পুলিশ ৩ দফায় ট্রাফিক শৃংখলা কার্যক্রম পালন করে। বিএনসিসি, রোভার স্কাউট, রেড ক্রিসেন্টসহ সরকারের বিভিন্ন সংস্থা সড়কের শৃংখলা ফেরাতে নিরলসভাবে কাজ করেছে বলেও জানান তিনি।