ঢাকার ২০ রানে রাজশাহী
ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ট আসরের ১৭তম ম্যাচে ঢাকা ডিনামাইটসকে ২০ রানে হারিয়ে জয় তুলে নিল রাজশাহী কিংস।
বুধবার (১৬ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রাজশাহী। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে তাদের সংগ্রহ ৬ উইকেটের বিনিময়ে ১৩৬ রান। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ঢাকার সংগ্রহ ১১৬ রান।
রাজশাহীর হয়ে বল হাতে কামরুল ইসলাম রাব্বি নেন দুটি উইকেট। স্পিনার আরাফাত সানি নেন তিনটি উইকেট। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ নেন দুটি উইকেট। ইসুরু উদানা ও মোস্তাফিজুর রহমান নিজেদের ৪ ওভারে নেন একটি করে উইকেট তুলে নেন।