রংপুরের শক্তি বাড়াতে বাংলাদেশে ডি ভিলিয়ার্স
খেলাধুলা ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে রংপুর রাইডার্স ব্রান্ডন ম্যাককালামকে কিনে ক্রিকেট সমর্থকদের চমকে দেয়। কিন্তু ষষ্ঠ আসরে ম্যাককালামকে ছেড়ে দেয় রংপুর। ম্যাককালামকে ছেড়ে দিলেও রংপুর এবার কেনেন এবি ডি ভিলিয়ার্সকে।
আর এবার রংপুর রাইডার্সের হয়ে ব্যাট হাতে বোলারদের দাপট দেখাতে বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে বাংলাদেশে পা রেখেছেন দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটার। ডি ভিলিয়ার্সের দলে যোগদান রংপুর রাইডার্সের শক্তি ও আত্মবিশ্বাস সবই বাড়বে বলে ধারনা রংপুর সমর্থকদের।
উল্লেখ্য, চলতি বিপিএলে রংপুর খেলে ফেলেছে ৬টি ম্যাচ। দলের সপ্তম ম্যাচ থেকে রংপুরের জার্সিতে মাঠে দেখা যাবে মি. ৩৬০-কে। এখন ব্যাট হাতে ডি ভিলিয়ার্স ঝড় দেখার জন্য উন্মুখ হয়ে আছে ক্রিকেটপ্রেমীরা।