বাণিজ্য মেলায় জমজমাট কেনাবেচা
স্টাফ রিপোর্টারঃ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছুটির দিনে শুক্রবার ক্রেতা-দর্শনার্থীর উপচেপড়া ভিড় ছিল। মেলা শুরুর পর দ্বিতীয় সাপ্তাহিক ছুটির দিনে লক্ষাধিক লোকের সমাগম হয়। প্রথম ছুটির দিন ৮০ হাজার দর্শনার্থী মেলায় এসেছিল। দ্বিতীয় সাপ্তাহিক মেলাপ্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়। ক্রেতা-দর্শনার্থীর ভিড়ে জমে ওঠে কেনাবেচাও।
রাজধানীর শেরেবাংলা নগরে শুরু হওয়া ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার দশম দিন ছিল শুক্রবার। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টিকিট কাউন্টারগুলোয় লাইন বড় হতে থাকে। বিকেলে মেলার চারদিক থেকে দর্শনার্থীর ঢল নামে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই দিকের দুই গেট থেকেই লাইন দিয়ে হেঁটে মেলায় আসতে হয় দর্শনার্থীদের। একদিকে খামারবাড়ি ও অন্যদিকে রোকেয়া সরণির আগারগাঁও সিগনাল থেকে দীর্ঘ লাইন ধরে আসেন সবাই।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনের রাস্তা থেকে বাণিজ্য মেলার মূল ফটকের দূরত্ব মাত্র পাঁচ মিনিটের হাঁটার রাস্তা। এদিন বিকেলে সেই পথটুকু অতিক্রম করতে সময় লেগেছে আধাঘণ্টা। মেলার চারদিকের সড়কগুলোতে তীব্র যানজট ছিল। এ কারণে অনেক দূর থেকেই দর্শনার্থীদের হেঁটে মেলাপ্রাঙ্গণে আসতে হয়।