সাউন্ডবাংলা-পল্টনাড্ডায় বক্তারা : সাংস্কৃতিক বিপ্লবের জন্য নতুন প্রজন্ম ঐক্যবদ্ধ
নিজস্ব প্রতিনিধিঃ জাতীয় সাংস্কৃতিকধারার সাউন্ডবাংলা-পল্টনাড্ডায় বক্তারা বলেছেন, সাংস্কৃতিক বিপ্লবের জন্য নতুন প্রজন্ম ঐক্যবদ্ধ। দিনের শেষে যমন রাত আসে, তেমন রাতের শেষে সকাল আসে। সেই সকালের রাজনীতির প্রত্যয়ে সাংস্কৃতিক বিপ্লব বিশ্বব্যাপী হয়েছে।
বাংলাদেশেও সাংস্কৃতিক বিপ্লব তৈরি হবে বলেই বিভিন্ন শ্রেণি পেশার মানুষদেরকে নিয়ে এগিয়ে চলছে সাংস্কৃতিকধারার সংস্কৃতি চর্চা। জাতীয় সাংস্কৃতিকধারার সভাপতি কবি চঞ্চল মেহমুদ কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সাউন্ডবাংলা-পল্টনাড্ডা-৪৯-এ বক্তারা উপরোক্ত কথা বলেন।
প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি-সাংবাদিক শিবু কান্তি দাশ। উপস্থিত অতিথি ও লেখকদেরকে প্রতি আহবান জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় সাংস্কৃতিকধারার প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদী ও পৃষ্টপোষক কথাশিল্পী শান্তা ফারজানা।
১৮ জানুয়ারী সকাল ১০ টায় সাউন্ডবাংলা অডিটরিয়ামে কবি সুমনা আফরিন ইমা, কবি বিমল সাহা, কবি শরৎ ম্রং, ব্যাংকার জিনাত আরা হক, কবি গিয়াস হায়দার প্রমুখ ছড়া-গান-কবিতা ও কথা উপস্থাপন করেন।