কোটালীপাড়ায় এশিয়ান টিভির ষষ্ঠ বর্ষপুর্তি উপলক্ষে আলোচনা সভা
কোটালীপাড়া প্রতিনিধি- রনী আহস্মেদঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় “ছয় পেরিয়ে সাতে পদার্পন- সবার সাথে এশিয়ান টেলিভিশন” এই স্লোগান কে সামনে রেখে এশিয়ান টেলিভিশনের ষষ্ঠ বর্ষপুর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত ১৮ জানুয়ারি বেলা ১১টায় রিপোটার্স ক্লাবে কোরআন তেলাওয়াত ও কেক কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়।
চ্যানেলটির উপজেলা প্রতিনিধি ইমরান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার এসএম মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন- অফিসার ইনচার্জ মোঃ কামরুল ফারুক, রিপোটার্স ক্লাবের সভাপতি মোল্যা মহিউদ্দিন, জেলা রিপোটার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল হক আরিফ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারন সম্পাদক বুলবুল আহম্মেদ হাজরা, দিদারুল ইসলাম খান। বক্তারা বেসরকারি টেলিভিশন চ্যানেলটির বাস্তবধর্মী সম্প্রচারের কথা উল্লেখ পূর্বক এর উত্তোরত্তর সাফল্য কামনা করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক কমান্ডার হাজী লুৎফর রহমান শেখ, সাবেক কমান্ডার আঃ মালেক সরদার, মুক্তিযোদ্ধা আলা উদ্দিন তালুকদার, সাংবাদিক কাজী পলাশ, মেহেদী হাসান, গৌরাঙ্গলাল দাস, শাহ আলম মিয়া, জেসম বাড়ৈ, প্রমথ রঞ্জন সরকার, আরমান খান জয়, নাঈমুল ইসলাম, রনী আহম্মেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন- সাংবাদিক মিজানুর রহমান বুলু।
১৯.১.১৯