সব

ঝিনাইদহে ঐহিত্যবাহী গরুর গাড়ীর দৌড় প্রতিযোগিতা সম্পন্ন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 19th January 2019at 9:56 pm
83 Views

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে ঐহিত্যবাহী গরুর গাড়ীর দৌড় প্রতিযোগিতা ২০১৯ সম্পন্ন হয়েছে।

১৭ জানুয়ারি দিনব্যাপী ঝিনাইদহ গান্না ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন মালিতার আয়োজনে বেতাই গ্রামের মাঠে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা।

এতে যশোর, ঝিনাইদহ, মাগুরা,ও চুয়াডাঙ্গা থেকে বাছাই করা মোট ২০ টি গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়।

এদিকে, দারুণ এ আয়োজন দেখে মুগ্ধ জেলার ক্রীড়াপ্রেমিক দর্শকরা। ঝিনাইদহ শহরের মডার্ন মোড় থেকে আসা খন্দকার ফারুকুজ্জামান ফরিদ বলেন, গরুর গাড়ীর দৌড় প্রতিযোগিতা যে এ সুন্দর হতে পারে তা না দেখলে বুঝতে পারতাম না। দেশের প্রতিটিজেলায় এ ধরনের আয়োজন করা উচিত।

ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অনার্স পড়ুয়া ছাত্রী লাইলা পারভীন বলেন, এই প্রথম তিনি গরুর গাড়ীর দৌড় প্রতিযোগিতা দেখছেন। এ দেখে মুগ্ধ তিনি।

এ ব্যাপারে আয়োজক নাসির উদ্দিন মালিতা বলেন, গরুকে গৃহপালিত প্রানী হিসেবেই আমরা জেনে থাকি। গায়ের মাঠে আবহমান কাল থেকেই কৃষকের হালচাষের অবিচ্ছেদ্যে অংশ এই নিরীহ প্রানীটি। মানব জীবনের পরতে পরতেও ছড়িয়ে আছে গরুর উপকারিতার কথা। তবে, মাঝে মাঝে এই প্রানীটি হয়ে ওঠে বিনোদনেরও অংশ। তাই গ্রাম বাংলার সহজ সরল মানুষকে আনন্দ দিতে আর গ্রামীন ঐতিহ্য ধরে রাখতেই এ আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতা শেষে সবাইকে পেছনে ফেলে প্রথম হয় বেতাই গ্রামের ডালিম কুমারের গরুর গাড়ি। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার হাসানুজ্জামান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কে) কনক কুমার দাস, সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদা খানম, সদর থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন, হরিশংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদ, সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর