সব

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশ সুপার ব্যাটমিন্টন টুর্ণামেন্ট এর শুভ উদ্ভোদন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 24th January 2019at 7:24 am
109 Views
ফারহাদ রাজ ফাহিম🔜রাজশাহী: চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কার্যালয় চত্বরে মঙ্গলবার থেকে শুরু হয়েছে পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট। ২২ জানুয়ারী ২০১৯ইং সন্ধ্যায় টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম পিপিএম বিপিএম বার। পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় এ টুর্নামেন্টটি বাস্তবায়ন করছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বলেন-জেলা পুলিশ সদস্যদের শরীর ও মন ভালো রাখার জন্য প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি যে উদ্যোগ নিয়েছে তা আগামী দিনে জেলা পুলিশের প্রতিটি সদস্যের দৈনন্দিনকাজে উৎসাহ যোগাবে, তাদের শরীর ও মন ভালো থাকবে। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটিকে ধন্যবাদ।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপারের সহধর্মিনী ফারজানা মোজাহিদ, সহকারী পুলিশ সুপার মো. সানাউল হক, সহকারী পুলিশ সুপার মো. সাকিব হোসাইন, পিকেএসএফ-এর সহকারী ব্যবস্থাপক মো. নাসিরুল্লাহ, প্রয়াসের একনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমানসহ অন্যাণ্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনীর দিনে দুটি দলের অংশগ্রহনে খেলায় এ গ্রুপে অংশগ্রহণ করেন পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম ও তাঁর ছেলে মোকাররম মোজাহিদ সাকিব। বিপরিতে বি গ্রুপে অংশগ্রহণ করেন একই গ্রুপের জেলা পুলিশ লাইন্স-২ এর মো. রাহিম শেখ ও মো. মেহেদী।
টুর্নামেন্টে জেলা পুলিশের ১৬ টি দল অংশগ্রহণ করছে। এ টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা।
উল্লেখ্য, গতবছর থেকে এ টুর্নামেন্ট চালু করা হয়। প্রতি বছরেই অব্যাহত রাখার আশাবাদ ব্যাক্ত করেন পুলিশ সুপার জনাব টিএম মুজাহিদুল ইসলাম পিপিএম, বিপিএম বার।


সর্বশেষ খবর