দুর্নীতিতে জিরো ট্রলারেন্স নীতি আমাদেরঃ শ. ম. রেজাউল করিম
অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রী ঘোষিত দুর্নীতিতে জিরো ট্রলারেন্স নীতি আমাদের সকলের বিশ্বাসে রাখতে হবে। সততার সাথে, নিষ্ঠার সাথে ও দায়িত্বশীলতার সাথে আমাদের কাজ করতে হবে বলে মন্তব্য করেন, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম।
বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরে জেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দুর্নীতিতে ছেয়ে গেলে এ দেশটা চলবে না। তাই দুর্নীতির বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতি অনুসরণ করতে হবে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পিরোজপুরের জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় মন্ত্রী আরো বলেন, রাজনীতি মানেই হল নিজেকে উৎসর্গ করা।