মুক্তি পেল সালমানের – টিজার
ডেস্ক রিপোর্টঃ অবশেষে প্রকাশ্যে এল সালমান খান, ক্যাটরিনা কাইফের এই সিনেমা ‘ভারত’-এর টিজার। যেখানে নাম ভূমিকায় অভিনয় করছেন স্বয়ং সালমান খান। পাশাপাশি এই সিনেমায় সালমান খানকে একজন নৌসেনা আধিকারিকের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
পরিচালক আলি আব্বাস জাফরের এই সিনেমা নিয়ে বেশ কিছুদিন ধরেই দর্শকদের মধ্যে প্রত্যাশার পারদ চড়তে শুরু করে। প্রথমে এই সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয়ের কথা ছিল প্রিয়াঙ্কা চোপড়ার। কিন্তু, আচমকাই এই প্রজেক্ট থেকে সরে যান পিগি। যা নিয়ে বলিউডে বিস্তর জল্পনা শুরু হয়ে যায়। কেন প্রিয়াঙ্কা সালমান খানের সিনেমা থেকে সরে গেলেন, তা নিয়ে বেশ কিছু গুঞ্জনও শুরু হয়।