সব

গুলজার সভাপতি, খোকন মহাসচিব

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 26th January 2019at 3:50 pm
100 Views

 

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে বিজয়ী হয়েছে মুশফিকুর রহমান গুলজার-বদিউল আলম খোকন প্যানেল। ১৯ পদের মধ্যে ১৪ টিতে জয় পেয়ে বিজয়ী হয় এই প্যানেল।

আর বাকি পাঁচটি পদে বিজয়ী হয়েছেন বাদল-বজলুর প্যানেলের সদস্যরা।

১৮৩ ভোট পেয়ে টানা সভাপতি নির্বাচিত হলেন গুলজার। সভাপতি পদে তার প্রতিদ্বন্দ্বি বাদল খন্দকার পেয়েছেন ১০৯ ভোট।
অন্যদিকে ১৫৭ ভোট পেয়ে পুনরায় মহাসচিব পদে নিজের অবস্থান ধরে রেখেছেন বদিউল আলম খোকন। একই পদে বজলু ও সাফি পেয়েছেন যথাক্রমে ৬৮ ও ৬৭ ভোট।

এছাড়া নির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন ছটকু আহমেদ, কমল সরকার, সোহানুর রহমান সোহান, মোস্তাফিজুর রহমান বাবু, এম এ আওয়াল, আবদুস সামাদ খোকন, সাঈদুর রহমান সাঈদ, নূর মোহাম্মদ মনি, আবুল খায়ের বুলবুল, ইলিয়াস ভূঁইয়া।

৩৬২ জন সদস্য পরিচালকের মধ্যে ৪৩ জন ছাড়া বাকি সবাই ভোট প্রদান করেন। দুপুরে এক ঘণ্টা মধ্যাহ্নভোজের বিরতি ছাড়া শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে এক ঘণ্টা বিরতির পর প্রধান নির্বাচন কমিশনার আবদুল লতিফ বাচ্চুর নেতৃত্বে ভোট গণনা শুরু হয়।


সর্বশেষ খবর