সব

শেরপু‌রের না‌লিতাবাড়ী উদ্ধার হওয়া বাক প্রতিবন্ধী যুবক ছেলেটি কার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 27th January 2019at 8:05 am
191 Views

ফারুক হোসেন (শেরপুর) প্রতিনিধি : বাক প্রতিবন্ধী এক যুবক। বয়স আনুমানিক ১২-১৫ বছর। তার নাম বা কোনো পরিচয় জানা যাচ্ছে না। যুবকটি নালিতাবাড়ী উপজেলার বারমারী বাজা‌রের তথ্য ও সেবা কে‌ন্দ্রের উদ্যোক্তা ম‌শিউর রহমা‌নের তত্ত্বাবধা‌নে আছে।
মশিউর রহমান জানান, অসহায় যুবকটিকে বারমারী বাজা‌রের পাশে কান্নাকাটি করতে দেখে নিয়ে আসেন। সম্ভাব্য সব জায়গায় খোজা খুঁজির পরও তার পরিচয় বা আত্মীয় স্বজনের কোনো হদিস পাওয়া যায়নি। দীর্ঘ সময় পার হলেও তার পরিচয় না মেলায় তিনি ছেলেটিকে নিয়ে এখন বিপাকে পড়েছেন।
তিনি আরো জানান, যুবকটি পুরো কথা বলতে পারে না। তাকে পাওয়ার সময় ছেলেটির গায়ে কালচে রঙের গরম সোয়েটার ছিল। পরণে ছিল নীল রঙের থ্রি কোয়ার্টার প্যান্ট।
মশিউর রহমান বিষয়টি থানা নালিতাবাড়ী পুলিশকে অবহিত করেছেন। এই যুবকের ঠিকানা পেলে তিনি এই  মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।

মোঃ মশিউর রহমান
তথ্য উদ্যোক্তা
পোড়াগাঁও ইউনিয়ন ডিজিটাল সেন্টার
নালিতাবাড়ী,শেরপুর।
মোবাইলঃ 01714-888750,01974888750,01316149730


সর্বশেষ খবর