শিবগঞ্জ বয়েজ কলেজ চত্বরে চারতলা একাডেমিক ভবন উদ্বোধন-ডাঃ এমপি শিমুল
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 29th January 2019at 7:09 am
FILED AS: জেলা সংবাদ
92 Views
ফারহাদ রাজ ফাহিমঃ চাঁপাইনবাবগঞ্জ এর শিবগঞ্জ উপজেলায় মহাবিদ্যালয় (বয়েজ কলেজ) চত্বরে নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় চার কোটি টাকা ব্যয়ে নবনির্মিত এই চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এ উপলক্ষে মহাবিদ্যালয় প্রাঙ্গনে কৃতি শিক্ষার্থী ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অধ্যক্ষ ব্রাইনির ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম, পৌর মেয়র কারিবুল হক রাজিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া, স্থানীয় আওয়ামী লীগ নেতা দুরুল হোদাসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। পরে কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা দেয়া হয়।
|
|
|