সব

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ৭১৬৭ মামলা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 31st January 2019at 6:02 pm
93 Views

 

অনলাইন ডেস্কঃ ডিএমপি নিউজঃ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৭১৬৭ মামলায় ৩৫,০৮,৫০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ১৬ টি গাড়ি ডাম্পিং ও ৮৪৫ টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১৪২৩টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ১৫৩টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৭টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ২৪টি গাড়ির বিরুদ্ধে মামলা, ট্রাফিক আইন অমান্য করার কারণে ৩১৮৬টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ১১০টি মোটর সাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ২২টি মামলা দেওয়া হয়।

৩০ জানুয়ারি, ২০১৯ দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।

ডিএমপি’র ট্রাফিক বিভাগের দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।


সর্বশেষ খবর