চার জঙ্গিকে গ্রেফতার করেছে র্যাব
অনলাইন ডেস্কঃ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের (এবিটি) চার সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দেশের বিভিন্ন ব্যক্তি এবং অনলাইন এক্টিভিস্টদের হত্যা চেষ্টা পরিকল্পনার সঙ্গে যুক্ত এ সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযান পরিচালনা করছে র্যাব।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ শুক্রবার রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।