উপজেলা নির্বাচন ২০১৯ উপলক্ষে কোটালীপাড়ায় চেয়ারম্যান পদে ১৬ জন
রনী আহম্মেদঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা নির্বাচন ২০১৯ উপলক্ষে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ১৬ জন ও ভাইস চেয়ারম্যান পদে ১২জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১জন এ নিয়ে মোট ৩৯জনের নামের তালিকা জেলা আওয়ামীলীগ কার্যালয় প্রেরণ করেছেন কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগ।
তালিকা সূত্র হতে জানা যায়, চেয়ারম্যান পদে পুরানো ও নতুন মিলিয়ে মোট ১৬ জনের মধ্যে বর্তমানে উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কষ্ণ বিশ্বাস, আওয়ামীলীগ নেতা কমল সেন, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার
রহমান হাজরা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুভাষ চন্দ্র জয়ধর, অহিদুল ইসলাম হাজরা, জাহাঙ্গীর হোসেন খান, দেবদুলাল বসু পল্টু, রবীন্দ্রনাথ বাড়ৈ, ভীম চন্দ্র বাকচী, দেলোয়ার হোসেন সরদার, বিমলেন্দু সরকার(অধ্যক্ষ), কৃষ্ণ প্রসাদ মজুমদার, নিখিল দত্ত, তাপস হালদার ও মনির চৌধুরী।
ভাইস চেয়ারম্যান পদে ১২ জনের মধ্যে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আমিনুজ্জামান খান মিলন, রুহুল আমিন খান, নারায়ন চন্দ্র দাম, বাবুল হাজরা, হাজী রফিকুল ইসলাম (রফিক), আঃ খালেক হাওলাদার, অরুন মল্লিক, মুন্সি আবু সুফিয়ান, মাসুদ রানা, মৃনাল কান্তি বিশ্বাস, সামিম
মোল্লা ও মোঃ নাহিদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীদের ১১জনের মধ্যে আছে- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মি রানী সরকার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সম্পাদিকা রাফেজা বেগম, গুলশান আরা মিলি, রেনুকা বিশ্বাস, বেবি রহমান, জেসমিন বেগম, মিসেস সাবিনা সার্মিন, লিমা আজিজ, সুনিতি কর্মকার, মিনা বাকচী ও অঞ্জলী রায়।
এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম হুমায়ুন কবির এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন- ৩০/০১/১৯ তারিখ আওয়ামীলীগের সভায় কাগজপত্র জমা নেয়া হয় এবং তা সকলের সম্মতিক্রমে জেলা আওয়ামীলীগ কার্যালয় প্রেরণ করা হয়েছে।