সব

বিয়ে করছেন সালমান খানের প্রথম প্রেমিকার মেয়ে সায়েশা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 2nd February 2019at 1:14 pm
78 Views

বিনোদন ডেস্কঃ শায়েসা সায়গল। বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের প্রথম প্রেমিকা শাহিন বানুর মেয়ে। বলিউড ছবি ‘শিবায়ে’-তে তাকে দেখে মন ভরে গিয়েছিল দর্শকদের। এবার বিয়ে করতে চলেছেন শায়েসা। পাত্র কে জানেন?

দক্ষিণ ভারতীয় ছবির জগতে শায়েসা বিখ্যাত নাম। ‘বনমগন’, ‘কাদাইকুট্টি সিঙ্গম’ তাঁর বিখ্যাত ছবি। শায়েসা বিয়ে করতে চলেছেন তামিল অভিনেতা আর্যকে।
আর্যর সঙ্গে শায়েসার বয়সের তফাত জানেন? শায়েসার বয়স বর্তমানে ২১, আর আর্যর ৩৮। অর্থাৎ ফারাকটা প্রায় ১৭ বছরের।

মার্চের ৯ তারিখে হায়দরাবাদে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দু’জনে, শোনা যাচ্ছে এমনটাই। সনাতনী পদ্ধতিতেই বিয়ে করতে চলেছেন এই অভিনেত্রী।

শায়েসার মা শাহিন বানু ও বাবা সুমিত সায়গলও অভিনয় জগতেরই মানুষ।

২০১৮ সালে ‘গজনীকান্ত’ ছবির সেটে আলাপ হয় শায়েসা-আর্যর। তখনই প্রেমের সূত্রপাত। আর্য ওরফে জামশাদ ছেত্রীকাথ অসংখ্য মালয়লাম ও তামিল ছবির কারণে পরিচিত নাম।

বর্তমানে ‘কাপ্পান’ নামে অপর একটি ছবির শুটিং করছেন এই জুটি।

একটি ম্যাচমেকিং রিয়্যালিটি শো’য়ে যোগদান করে বিতর্কের শিকার হন আর্য। কারণ শোয়ে যোগদান করলেও তিনি কোনও ফাইনালিস্টকে বিয়ে করতে রাজি হননি।

আর্যর সঙ্গে সায়েশা

শায়েসার দাদু সুলতান আহমদের দিদি সায়রা বানু। সায়রা বানুর নাতনি শায়েসা। তার আর দিলীপ কুমারের বয়সের তফাতও কিন্তু ২০ বছরের।

শায়েসার বিয়েতে তারকা অতিথিদের মধ্যে প্রভু দেবা উপস্থিত থাকতে পারেন বলেই শোনা যাচ্ছে।

সালমান খানও উপস্থিত থাকতে পারেন এই বিয়েতে। কেননা, প্রথম প্রেমিকা শাহিনের সঙ্গে এখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তার।


সর্বশেষ খবর