১ রানে হেরে ‘ক্ষুব্ধ’ সোহান যা বললেন
খেলাধুলা ডেস্কঃ চট্টগ্রাম পর্ব শেষ করে ঢাকায় ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ঢাকায় শেষ পর্বের প্রথম ম্যাচে শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয় ঢাকা ডায়নামাইটস। প্রথমে ব্যাট করে ২০ ওভারে সব উইকেট হারিয়ে ফেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স সংগ্রহ করে ১২৭ রান। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২৬ রান করে ঢাকা ডায়নামাইটস। ফলে ১ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় সাকিবদের।
এমন পরাজয়ের জন্য কোনো অজুহাত দিচ্ছেন না ঢাকার উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই পরাজয়ের কোনো ব্যাখ্যা নেই। বাজে খেলেছি তাই হেরেছি। উইকেট যেমনই হোক না কেন ১২৮ রান তাড়া করে না জেতার কোনো কারণ নেই। পরবর্তী ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
কুমিল্লার কাছে হেরে যাওয়ায় এখন নিজেদের শেষ ম্যাচে জয় ভিন্ন অন্য কিছু ভাবার সুযোগ নেই ঢাকার সামনে। নয়তো তাদের স্বপ্নভঙ্গ করে প্লে-অফে পা রাখবে রাজশাহী কিংস।