সব

চোট পেয়ে হাসপাতালে তাসকিন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 2nd February 2019at 1:34 pm
FILED AS: খেলা
79 Views

খেলাধুলা ডেস্কঃ চলতি বিপিএল জুড়ে দুর্দান্ত খেলছিলেন তাসকিন আহমেদ। এবার সিলেট সিক্সার্সের হয়ে খেলে এখন পর্যন্ত নিয়েছেন ২২টি উইকেট। যা কোনও আসরে সাকিব ও কেবন কুপারের সঙ্গে নিজের নাম লিখিয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে।

আজ নিজেদের শেষ ম্যাচে খেলছেন চিটাগং ভাইকিংসের বিরুদ্ধে। প্রথম দুই ওভারে একটি উইকেট নিয়েছেন তাসকিন। শূন্য রানে ফিরিয়েছেন মোহাম্মদ আশরাফুলকে।
বিপত্তি বাঁধে ইনিংসের ৯ ওভার ৪ বলের সময়। অলোক কাপালির বলে লং অনে মোসাদ্দেক হোসেনের বাউন্ডারি বাঁচাতে গিয়ে ব্যথা পান বাম পায়ের গোঁড়ালিতে।

এরপর তাকে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে। সেখান থেকে এক্সরে করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে মিরপুরের ডিজি ল্যাব হাসপাতালে। এর আগে সিলেট ও চট্টগ্রামেও ফিল্ডিং করার সময় আঘাত পান পায়ে।

উল্লেখ্য, দীর্ঘ এক বছর জাতীয় দলের বাইরে থাকা তাসকিন সুযোগ পেয়েছেন আসন্ন নিউজিল্যান্ড সিরিজের দলে।


সর্বশেষ খবর