সব

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন ও ট্রাকসহ র‍্যাবের হাতে চালক আটক

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 2nd February 2019at 1:43 pm
104 Views

ফারহাদ রাজ ফাহিম,রাজশাহী: চাঁপাইনবাবগঞ্জ শহরের দ্বারিয়াপুর এলাকা থেকে ১ কেজি ৫০ গ্রাম হেরোইন ও হেরোইনবাহী একটি ট্রাকসহ একজনকে আটক করেছে র‌্যাব।

আটককৃত ব্যক্তি হচ্ছে  শহরের বেলেপুকুর মহল্লার সাইদুর রহমানের ছেলে মনিরুল ইসলাম (৫০)।

র‌্যাব জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে ৩১জানুয়ারী রোজ বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের দ্বারিয়াপুর ট্রাক টার্মিনালের সামনে অভিযান চালায়। এ সময় র‍্যাব সদস্যরা দ্বারিয়াপুর সড়কে বেরিকেড স্থাপন করে ট্রাকটি আটক করে। এমনটিই র‍্যাব সদস্যরা জানিয়েছেন সাংবাদিকদের।

পরে ট্রাক তল্লাশী করে ১ কেজি ৫০ গ্রাম হেরোইন ও ট্রাকসহ মনিরুল কে আটক করা হয়। হেরোইনগুলো ট্রাকের কেবিনের ভিতরে চালকের সিটের (আসনের) পিছনে একটি টিস্যু কাপড়ের শপিং ব্যাগের ভিতরে লুকানো ছিলো।
এ ব্যাপারে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে র‍্যাব-৫।


সর্বশেষ খবর