সব

চাঁপাইনবাবগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 2nd February 2019at 2:04 pm
101 Views

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ  সদর উপজেলার লালাপাড়া মহাসড়ক মোড়ে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার লালাপাড়া মহাসড়ক মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মহারাজপুর ইউনিয়ন এর নিচু ধুমি গ্রামের আহসান মন্ডলের ছেলে মো. সুকাম (৩৫)। এ-সময় নওয়াবগঞ্জ-হ ১৩-৫২৫৬ নম্বরের মোটরসাইকেল ও লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনার প্রত্যক্ষদর্শী লালাপাড়া মোড়ের রিংপাট ব্যবসায়ী শরিফুল ও সদর মডেল থানার এসআই মো. আইয়ুব জানান- শুক্রবার রাত পৌনে ৮টার দিকে লালাপাড়া মোড় পার হয়ে রাস্তায় একটি বাসকে অতিক্রম করার চেষ্টা করলে, মোটরসাইকেল আরোহী চলন্ত বাসের ধাক্কায় পড়ে গীয়ে দূর্ঘটনার স্বীকার হয়।

মোটরসাইকেল আরোহী বাসের ধ্বাক্কায় পড়া মাত্রই বাসের পেছনের চাকা নিহত ব্যক্তির কোমরের উপর দিয়ে চলে যায়। মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিয়েই বাসটি দ্রুত গতিতে পালিয়ে যায়। ঘটনাস্থলেই সুকাম নিহত হন বলেও জানান এসআই আইয়ুব। পরে পুলিশ লাশ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।

দুর্ঘটনার পর সাময়িক চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে এসে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে বিশেষ ভূমিকা রাখেন।


সর্বশেষ খবর