সব

দেবী’ আসছে বায়োস্কোপে!

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 3rd February 2019at 11:33 am
72 Views

বিনোদন ডেস্কঃ ‘দেবী’ শিগগিরই দেখা যাবে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বায়োস্কোপে। হুমায়ূন আহমেদের উপন্যাসটি বাংলাদেশের সিনেমা জগতের একটি মাইলফলক হিসেবে দর্শকদের থেকে সমাদৃত হবার পর এখন অনলাইন মাধ্যমে দেখা যাবে শুধুমাত্র বায়োস্কোপে।

মুক্তি পাওয়ার ১০০তম দিনে গ্রামীণফোন হাউজে বায়োস্কোপের সাথে চুক্তিবদ্ধ হল ‘দেবী’। মূলত, গ্রামীণফোনের ডিজিটাল সেবাগুলোর মধ্যে ‘বায়োস্কোপ’ অন্যতম একটি অনলাইন বিনোদনের মাধ্যম। এখানে অনেকগুলো লাইভ টিভি চ্যানেল ছাড়াও নিত্যনতুন সকল ব্লকবাস্টার হিট সিনেমাগুলো পাওয়া যায়। ‘দেবী’ এবং বায়োস্কোপের এই যাত্রা বায়োস্কোপ কতৃপক্ষ একটি বিশেষ মাইলফলক বলে মনে করে।
২০১৮ সালের অক্টোবরে মুক্তি পাওয়া দর্শক নন্দিত সিনেমাটি বায়োস্কোপ প্রাইম- এ প্রথম রিলিজ হতে যাচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি।


সর্বশেষ খবর