মেসির জোড়া গোলেও স্বস্তি নেই বার্সার!
খেলাধুলা ডেস্কঃ লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে আজ ২-২ গোলে ড্র করে নিজেদের প্রস্তুতির ঘাটতি টের পেলো বার্সা। দুই গোল করেও তাই স্বস্তি নিয়ে ফিরতে পারেননি বার্সা অধিনায়ক মেসি।
ম্যাচের ২৩ মিনিটেই রদ্রিগো মোরেনোর থ্রো থেকে বক্সের ভেতরে বল পেয়ে দারুণ হেডে গোল করে ভ্যালেন্সিয়াকে প্রথমবার এগিয়ে দেন কেভিন গামেইরো। তবে মেসির সমতাসূচক গোলটির পর দুই দলের খেলাই রঙ হারাতে থাকে। খেলায় এই ড্রয়ে লিগের শীর্ষে থাকা বার্সার পয়েন্ট হলো ২২ ম্যাচে ৫০। দুইয়ে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের সংগ্রহ ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট। আর সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।