জাতীয় সংসদের আরো পাঁচটি কমিটি গঠন
স্টাফ রিপোর্টারঃ একাদশ জাতীয় সংসদেও আরো পাঁচটি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন জাতীয় সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন। পরে তা কন্ঠভোটে পাস হয়।
সংসদে পাস হওয়া সংসদ কমিটির সভাপতি রেওয়াজ অনুযায়ী প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন। এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন- এ বি তাজুল ইসলাম, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহবুব আরা গিনি, অ্যাডভোকেট আবু জাহির, নূর মোহাম্মদ, মঞ্জুর হোসেন, আশিক উল্লাহ রফিক, শওকত হাচানুর রহমান রিমন, ফজলে হোসেন বাদশা ও কাজী ফিরোজ রশীদ।