স্যান্ডেল সেলফি’ নিয়ে সরব বলিউড তারকারা
বিনোদন ডেস্কঃ স্যান্ডেল দিয়ে ‘সেলফি’ তোলার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ছবিটি কোথায়-কখন তোলা হয়েছে এখনও জানা যায়নি। ছবিতে দেখা গেছে গ্রামের রাস্তায় মোবাইলে সেলফি তোলার ভঙ্গিতে স্যান্ডেল হাতে একটি শিশু। আরও চারটি শিশু তার সঙ্গে সেলফির পোজ দিয়ে মিটিমিটি হাসছে। তাদের গায়ের সুন্দর পোশাক নেই, কারও পায়ে জুতা নেই। কিন্তু সবার চোখে-মুখে মধ্যে আনন্দ উপচে পড়ছে।
এ ছবিটি নিয়ে এরইমধ্যে বিতর্ক শুরু হয়েছে। কেউ কেউ ছবিটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, ছবি ফটোশপ করা। এই দলে আছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনও।
শুধু অমিতাভ নয়, ছবিটি নিয়ে বোমান ইরানি, অনুপম খের, সুনীল শেঠির মতো বলিউড তারকা কথা বলেছেন। তবে বেশিরভাগের মতে, ছবিটির মধ্যে সরলতা অনেক সুন্দর করে ধরা পড়েছে। ‘দিনের সেরা ছবি’, ‘ইনোসেন্স’ ইত্যাদি হ্যাশট্যাগ দিয়ে অনেকে ছবিটি শেয়ার করে ইতিবাচক কথা বলেছেন।
এ ছবির বিষয় বলিউড তারকা সুনীল শেঠির বক্তব্য, ‘সুখ আসলে মনের অবস্থার ওপরই নির্ভর করে।’ বোমান ইরানি লিখেছেন, ‘আপনি যেভাবে চাইবেন সেভাবেই সুখী হতে পারবেন।’
সূত্র: এনডিটিভি