সব

শেরপুরে ইজিবাইকের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 7th February 2019at 9:46 pm
98 Views

ফারুক হোসেন (শেরপুর) : শেরপুরে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় আশিকুর রহমান (২০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাতে শহরের চকপাঠক এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আশিকুর রহমান পার্শ্ববর্তী জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বাসিন্দা।
সে শেরপুর জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিল। তার অকাল মৃত্যুতে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার রেজওয়ান দীপু গভীর শোক প্রকাশ করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে আশিকুর রহমান প্রতিদিনের মতো পুলিশ লাইন্স থেকে ডিউটি ও কর্তব্য পালন করতে মোটরসাইকেলযোগে শেরপুর শহরে যাওয়ার পথে চকপাঠক এলাকায় পৌঁছলে একটি ব্যাটারিচালিত ইজিবাইক পেছন থেকে তাকে ধাক্কা দেয়।
গুরুতর অবস্থায় এলাকাবাসী আশিকুরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আশিকুর মারা যায়। তার অকাল মৃত্যুতে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।


সর্বশেষ খবর