সব

কাউকে কষ্ট দিয়ে ট্যাক্স আহরণ করা হবেনা- অর্থমন্ত্রী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 7th February 2019at 10:22 pm
102 Views

 

নিজস্ব প্রতিনিধিঃ এবার আমাদের রাজস্ব আহরণ টার্গেট দুই লাখ ৯৬ হাজার কোটি টাকা। এটা অর্জন করতে হবে। তবে কাউকে কষ্ট দিয়ে ট্যাক্স আহরণ করা হবেনা। সবার সঙ্গে উইন উইন অবস্থানে রাজস্ব আদায় করা হবে। সরকারের চাহিদা বেড়েছে। দেশের উন্নয়নে আমাদের রাজস্ব আহরণ বাড়াতেহবে। ব্যাংক ঋণে সুদের হার কমানো হবে, এটা না করলে ব্যবসা কঠিন হয়ে যাবে। পুঁজিবাজারে তিন ধাপে ট্যাক্স কাটা হয়।  এভাবে কয়েক ধাপে নাকেটে একবারে কাটা হবে ট্যাক্স। এছাড়া পুঁজিবাজারের উন্নয়নে সবকিছু করা হবে।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) শেরেবাংলা নগর এনইসি সম্মেলনকক্ষে বাণিজ্য সংগঠন ও ব্যবসা-বাণিজ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় সভায় মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন।

মাননীয় মন্ত্রী আরো বলেন, আমরা রাজস্ব বোর্ডের ওপরে ট্যাক্স টার্গেট বসিয়ে দেবো না। তারা কি পরিমাণে কর আদায় করবে, সেটাআমাদের জানাবে। ৪৯২টি উপজেলায় ট্যাক্সের অফিস হবে। রাজস্ব আদায় বাড়াতে জনবল বৃদ্ধিসহ আধুনিকায়ন করা হবে এনবিআর। ট্যাক্স হার নাবাড়িয়ে নেট বাড়ানো হবে। পাশাপাশি খেলাপি ঋণ সম্পর্কে আমি যা বলছি, তা-ই বাস্তবায়ন হবে। বলার পরে খেলাপি ঋণ বাড়েনি। এটা ডেইলিবেসিসে হয় না। খেলাপি ঋণ কমানো হবে। এটা না করলে ব্যাংকিং খাত দুর্বল হয়ে পড়বে।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, জাতীয় রাজস্ববোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়াসহ বিভিন্ন বাণিজ্য ও ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর