সব

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন সভাপতি বেনজীর আহমেদ সম্পাদক প্রলয় কুমার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 8th February 2019at 11:32 am
83 Views

 

অনলাইন ডেস্কঃ ডিএমপি নিউজ: আজ ৭ ফেব্রুয়ারি, ২০১৯ বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর বার্ষিক সাধারণ সভা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। সভায় নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সভায় বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) বেনজীর আহমেদ বিপিএম (বার), মহাপরিচালক, র‌্যাব। তিনি এর আগেও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনাব প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম উপ-পুলিশ কমিশনার স্পেশাল এ্যাকশন গ্রুপ, সিটিটিসি, ডিএমপি ঢাকা।

বাংলাদেশে পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনের ক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আবদুস সালাম পিপিএম, অতিরিক্ত আইজিপি, ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ। অপর দুই নির্বাচন কমিশনার ছিলেন মোহাম্মদ ইব্রাহীম ফাতেমী বিপিএম, পিপিএম, ভাইস রেক্টর, পুলিশ স্টাফ কলেজ ও মোর্শেদুল আনোয়ার খান, ডিআইজি, টিএন্ডআইএম ।


সর্বশেষ খবর