কারাগারে খালেদা জিয়ার এক বছর
ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের এক বছর আজ শুক্রবার পূর্ণ হচ্ছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা পেয়ে কারাগারে যান তিনি।
নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারে বন্দি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এ মামলায় হাইকোর্টের আপিলে সাজা বেড়েছে তার। গত ৩০ অক্টোবর তাকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তার আইনজীবী ও বিএনপি নেতারা বলেছিলেন, সপ্তাহ দুই-তিনের মধ্যেই তিনি জামিনে মুক্তি পাবেন। কিন্তু ৩৬ মামলার আসামি খালেদা জিয়া ৩৩টিতে জামিন পেলেও বাকি তিনটিতে পাননি। তাই তার মুক্তিও মেলেনি। খালেদা জিয়া শিগগির মুক্তি পাবেন- এমন সম্ভাবনার কথা তার আইনজীবীরাও আর বলতে পারছেন না। বিএনপি নেতাদের মতো তাদেরও অভিযোগ, সরকার তাকে আটকে রেখেছে আদালতকে ব্যবহার করে। এর আগে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় এক বছর সাত দিন কারাগারে ছিলেন তিনি।