কোটালীপাড়ায় মোটর সাইকেল ও নসিমনের সংঘর্ষে শাশুড়ী ও পূত্রবধূ নিহত, আহত-০১
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 9th February 2019at 7:03 am
FILED AS: জেলা সংবাদ
122 Views
কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটর সাইকেল ও নসিমনের সংঘর্ষে শাশুড়ী ও পূত্রবধূ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন।
শুক্রবার দুপুরে কোটালীপাড়া-রাজৈর সড়কের কোটালীপাড়া উপজেলার ছিকটিবাড়ী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ভূতুরিয়া গ্রামের মাসুদুর রহমানের স্ত্রী মুর্শীদা বেগম (৫৫) এবং তার পূত্রবধূ ও নাঈম মোল্যার স্ত্রী মানসুরা বেগম (২০)।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, একটি মোটর সাইকেলে করে নাঈম মোল্যা তার মা ও স্ত্রীকে নিয়ে মোল্লাহাট যাচ্ছিলেন। এসময় তারা ছিকটিবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা রাধাগঞ্জগামী একটি নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শাশুড়ী মুর্শীদা বেগম ও পূত্রবধূ মানসুরা বেগম নিহত হন।
এতে মোটর সাইকেল চালক নাঈম মোল্যা (২৮) মারাত্মক আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতহতদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
তিনি আরো জানান, মারাত্মক আহত নাঈমকে উন্নত চিকিৎসার জন্য এবং নিহতদের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।